বেলের শব্দ শুনে পরী উঠে গেল বিছানা থেকে – দরজা খুলতে।
ড্রয়িং স্পেসে গলার আওয়াজ পেলাম – খাবার দিতে এসেছে।
তারপরে ও ঘরে ফিরল, আমার আর রিমিদির ঠোঁট তখনও জুড়ে রয়েছে। রিমিদি আমার কোমর জড়িয়ে রেখেছে ওর দুই পা দিয়ে।
পরী বলল, ‘তোমরা কি শুধু চুমুই খেয়ে যাবে না খাবারও খাবে?’
রিমিদি নিজের মুখটা একটু সরিয়ে নিয়ে বলল, ‘তুই তো গাড়িতেই খেয়ে নিয়েছিস, এবার আমাকে খেতে দিবি না একটু?’
তারপর হেসে বলল, ‘ঠিক আছে আগে লাঞ্চ করে নিই চল।‘
আমরা ড্রয়িং স্পেসে গিয়ে খেতে বসলাম। প্রচুর খাবার দিয়েছে – ভাত, ডাল, তরকারি, মাংস, স্যালাড।
বিয়ার খেতে খেতে লাঞ্চ শেষ করলাম।
আমি, রিমিদি আর পরী তিনজনেই সিগারেট ধরালাম।
রিমিদি বলল, ‘আমার খুব ঘুম পাচ্ছে রে। তুই আর পরী কী করবি?’
আমি বললাম, ‘তুমি ঘুমাও। আমরা গল্প করি।‘
রিমিদি
বড় বেডরুমটাতে ঢুকে গেল। আমি আর পরী বাইরে বেরলাম, রিসর্টের ভেতরেই একটা
জায়াগায় সমুদ্র দেখার জন্য কতগুলো বড় ছাতার তলায় চেয়ার টেবিল রাখা আছে।
সেখানে গিয়ে বসলাম আমরা।
সামনের দিকে পা ছড়িয়ে দিয়ে বসলাম আমরা
পাশাপাশি। আমি পোষাক পাল্টে বারমুডা আর টিশার্ট পড়ে নিয়েছি, পরী এখনও
সকালের পোষাকেই আছে – লং স্কার্ট আর টপ।
হু হু করে হাওয়া আসছে, পরীর
খোলা চুলটা আর ওর লং স্কার্টটা উড়ছে – মাঝে মাঝে হাঁটু পর্যন্ত উঠে আসছে ওর
স্কার্টটা। দারুণ স্মুদ পা দুটো বেরিয়ে আসছে, ও সেদুটো ঢাকা দেওয়ার চেষ্টা
করছে না।
‘কেমন লাগছে?’ জিগ্যেস করলাম।
‘সমুদ্র আমার বরাবরই খুব ভাল লাগে। অনেক মন খারাপ কেটে যায়,’ পরী জবাব দিল।
ওর কাঁধে হাত রেখে জিগ্যেস করলাম, ‘তোমার কীসের এত মন খারাপ?’
ও আমার দিকে ফিরল।
ওর কাঁধে রাখা আমার হাতটার ওপরে নামিয়ে দিল ওর মাথাটা।
দুজনেই চেয়ার দুটোকে আরও কাছাকাছি নিয়ে এলাম।
সঙ্গে আনা বিয়ারের বোতলে একটা লম্বা চুমুক মেরে আমার দিকে এগিয়ে দিল সেটা।
তারপরে
মুখ খুলল। টুকরো টুকরো কথায় যেটা জানতে পারলাম যে ওর স্কুলের একটি ছেলের
সঙ্গে রিলেশান ছিল বেশ কয়েকবছর। হঠাৎই পরীক্ষার মাসকয়েক আগে ও জানতে পারে
যে ওরই আরেক বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে ওর বয়ফ্রেন্ডের। ওদের দুজনের
আলাপও পরীই করিয়ে দিয়েছিল কোনও এক সময়ে।
পরীক্ষার জন্য এই বিষয়টাকে অনেক মনের জোরে মাথা থেকে সরিয়ে রেখেছিল। কিন্তু পরীক্ষার পরেই আবার সেটা মাথায় ঘুরছে।
নিজের কথা শেষ করে ও বলল, ‘তোমার কথা বল এবার! রিমিদির সঙ্গে তোমার রিলেশানটা কি? ও তো তোমাদের টীচার।‘
আমি চুপ করে ভাবলাম কতটা বলব, কীভাবে বলব।
‘রিমিদি
আর আমি হঠাৎই একটা ঘটনায় কাছাকাছি চলে আসি। আমাদের মধ্যে যেটা আছে, সেটাকে
ভালবাসা বলে কী না জানি না পরী, তবে আমি অন্তত খুব মিস করি ম্যাম, আই মিন
রিমিদিকে। তবে এটাও জানি আমি আর রিমিদি যেভাবে ক্লোজলি মিশি, উনার বাড়িতে
যাতায়াত করি, সেটা ওনার হাসব্যান্ড চলে এলে সম্ভব না,’ একটানা কথাগুলো বলে
থামলাম আমি।
পরী বলল, ‘জামাইবাবু ফিরবে কী না সন্দেহ আছে। রিমিদি তোমাকে
বলেছে কী না জানি না, তবে আমরা জানি ওনার একটা অন্য রিলেশন হয়েছে কিছুদিন
হল। সেইজন্যই এখানে আসে না আর।‘
এটা আমি আন্দাজ করেছিলাম রিমিদির কথায়।
একটু চুপ থেকে পরী বলল, ‘তোমরা রেগুলারলি সেক্স করো, তাই না?’
আমি একটু ভেবে বললাম, ‘কয়েকবার হয়েছে।‘
‘রিমিদির-ই বা দোষ কী! ওরও তো ফিজিক্যাল নীড আছে,’ বলল পরী।
কথা বলতে বলতে পরী ওর হাতটা আমার থাইয়ের ওপরে রেখেছে।
‘দেখো,
তুমি কতটা বুঝতে পারছ জানি না, আমি কিন্তু তোমাকে মিস করতে শুরু করেছি।
পরশু দিন যখন দেখা হল, তারপর সেদিন সারারাত, কাল সারাদিন তোমাকে খুব মিস
করেছি,’ বলল পরী।
বললাম, ‘তাই বুঝি?’
ও আমার দিকে তাকিয়ে একটু হাসল।
‘কিন্তু
একটা ব্যাপারই আমাকে ভাবাচ্ছে জানো। তোমাকে পেতে গেলে আমার দিদিটা খালি
হয়ে যাবে। কাল রাতে শুয়ে শুয়ে গল্প করার সময়ে অনেক কথা হয়েছে আমাদের দুই
বোনের। দিদি কিন্তু তোমাকে খুব ভালবাসে – শুধু শরীর না, আরও কিছু আছে, এটা
আমি কাল দিদির সঙ্গে কথা বলে রিয়ালাইজ করেছি। আবার ওর সঙ্গে তোমাকে শেয়ার
করে নেব – এটাও ঠিক মেনে নিতে পারছি না,’ পরী বলল।
আমি একটু অবাক হলাম শুনে যে রিমিদি আমার কাছে শরীরের থেকেও বেশী কিছু এক্সপেক্ট করতে শুরু করেছে।
এই সময়ে আমাদের কটেজ থেকে বেরিয়ে এসে রিমিদি ডাকল, ‘কী করে, তোরা এই রোদের মধ্যে বসে আছিস এখনও! ভেতরে আয়, একটু রেস্ট নিয়ে নে।‘
আমরা আধা শেষ বিয়ারের বোতলটা নিয়ে ঘরে এলাম।
রিমিদি
এর মধ্যে স্নান করে নিয়েছে, একটা জিনসের শর্টস আর একটা টীশার্ট পড়েছে। ওর
পুরো শেভ করা পা তো বটেই, থাইয়েরও অনেকটা পর্যন্ত উন্মুক্ত।
আমি ওদিকে
তাকিয়ে আছি দেখে রিমিদি একটা হাল্কা কিল মেরে বলল, ‘এদিকে কী দেখছিস শয়তান!
একটু রেস্ট নিয়ে নে তোরা – যা। আমি এই রুমে একটু ঘুমিয়ে নিই।‘ ইঙ্গিতটা
স্পষ্ট, আমাকে আর ওর বোনকে এক ঘরে যেতে বলছে।
আমি আর পরী অন্য রুমটাতে
ঢুকলাম। দরজাটা বন্ধ করতেই পরী আমাকে জড়িয়ে ধরে নিজের ঠোঁটটা চেপে ধরল আমার
ঠোঁটে। ওর কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিলাম। দরজায় হেলান দিয়েই
দুজনের জিভ একে অপরকে জড়িয়ে ধরল মুখের মধ্যে। দুজনেরই চোখ বন্ধ। দুজনের বুক
চেপ্টে লেগে রয়েছে।